।বেশ তো।
বেশ তো তবে তাই কথা থাক
সময় খানিক থমকে দাঁড়াক,
চলনা দুজন ফেরত যাবো শেষ যেখানে শুরু,
সেই যেখানে চৌমাথা মোড়,
আমার পথের উল্টোটা তোর
অস্ত্র সমর্পণের সনদ জমায় ধুলো পুরু।
সেই পথ দিয়ে ঘুরতে ঘুরতে
চেয়েছি টুকরো জীবন জুড়তে
সে কোলাজে দেখি বড় বড় ফাঁক রয়ে যায় বরাবর
খুঁতো ছবি নিয়ে ঘুরে চলি একা
হঠাৎ আবার তোর সাথে দেখা
দেখছি তোরও জিগ’স পাজলে ফাঁকা আছে বিস্তর।
হনহন হেঁটে, ছুটে প্রাণপণ,
দুজনে খুঁজেছি নিঁখুত জীবন,
একাই খোদাই করতে চেয়েছি অনুপম চিরকীর্তি,
অথচ বুঝিনি চেষ্টা বেকার
কখনো হয়না সৃষ্টি একার
জীবন সাজাতে একজোড়া নয়, আরো হাত লাগে ফিরতি।
সুতরাং ভুল ছিলো দুজনেরই
এখনো হয়নি খুব বেশি দেরী
দ্বৈরথ নয়, চল না এবার জীবন দ্বৈত হোক
এখানের থেকে যাই যেখানেই
সকলে জানুক আর একা নেই
ফাঁক আর ফাঁকি করতে ভরাট তৈরী আরেক লোক।
বেশ তো তবে তাই কথা থাক
হাত বাড়ালাম , তোর হাত রাখ
জিগ’স পাজল টুকরো খুঁজুক একসাথে দুই চোখ।
আর্যতীর্থ