।বড়দিনে।

সব কথা ভুলে  আজ ক্ষমা করে দাও তাকে।
সংলাপ শুরু এরকম হলে তবে,
বেশ জানি তুমি বড্ড অবাক হবে,
আজকের দিনে হঠাৎ টানছি কেন,
ঘেন্না এবং রাগের গল্পটাকে।

আজকের দিন বন্ধুতে ছয়লাপ,
জানি মাতবেই রাতভর উৎসবে,
বড়দিনে থাকে আগে থেকে করা প্ল্যান,  
এমন সময় অযাচক দিলে জ্ঞান,
আমার ওপর হয়তো বা রাগ হবে।

তবুও বলবো, সান্টা ক্লসের দিনে,
নিজেকে নাহয় দিলে এক উপহার,
যে  নামে তোমার চোয়ালেরা দাঁতেদাঁত,
হুট করে দেখে মুঠো করে ফেলো হাত,
আজকের দিনে মুছে ফেলো সেই রাগ,
বন্ধু তোমার শান্তিটা দরকার।

যার নামে এই আজকের মাতামাতি,  
ক্রুশে বেঁধা সেই মানুষটাকেই ধরো,
জীবন গেলো অবিশ্বাসীর হাতে,
তবুও তিনি জীবনশেষের রাতে,
চেঁচিয়ে ওঠেন,  হে পরমপিতা,
অজ্ঞ এরা, ক্ষমা করো, ক্ষমা করো।

সেই মানুষটার জন্মদিন কি বলো,
কেক খেয়ে স্রেফ কাটিয়ে দেবো সবাই?
যাদের কথা বিষ ঢেলে দেয় মনে,
রাগের আগুন উস্কিয়ে গনগনে,
এসো বন্ধু আজকে বড়দিনে,
সেই ঘৃণা আর রাগকে করি জবাই!

আর্যতীর্থ