। বর্ণমালা।
ক’দল বাজায় মাদল দ্রিমি, চ’দল বাজায় ঢাক,
গাইছে ট’দল ,নরুন দেবে, বদলে চাই নাক।
সব দলই ভুল বলে ত’দল বাজিয়ে চলে সানাই,
আসলে সব সিংহাসনের জন্য ধানাই পানাই।
প’দল বলে বদলাবো দেশ, য’দল বলে ধুত্তোর,
লিস্টি ধরে বলতে পারি সহস্রটা খুঁত তোর।
কোরাস তো নয় , কানকাঁপানো বেসুর জগঝম্প,
কাঁপছে ভয়ে দেশের মাটি, মঞ্চে দেখে লম্ফ।
দিনযাপনের বর্ণমালার ব্যঞ্জনে আর স্বরে
রাজনীতি আজ মুখ্য কথা, সব কিছু তারপরে।
বাজায় শিঙা ভোটের ভূতে, যজ্ঞ চলে দক্ষ’র
খুঁজতে থাকি আতিপাতি আমজনতা’র অক্ষর।
নেই মতামত কিচ্ছুতে যার, ভোটবিনা নেই পাত্তা
তাদের কাছে খুব দুরূহ অভিধানের রাস্তা।
ভোটের সময় ওই কিছুদিন মাখন দেওয়া পুরু,
আজও তাদের বর্ণ দিয়ে হয় না কিছুই শুরু।
যদিও তাদের মাথায় রাখেন সব দলেরই দাবী
তাদের হাতে কেউ দেয়না দেশ চালাবার চাবি
সব বর্ণই দখল যখন উপায়বিহীন নিঃস্ব’র,
একটি মোটে অক্ষর পায় গণতন্ত্রের ঈশ্বর।
রাজনীতি যে দেয়নি কিছুই এমনটা নয় কিন্তু,
জনগণের জন্য রাখা নিটোল চন্দ্রবিন্দু।
আর্যতীর্থ