। বন্ধু।
ডেকে দেখো, পাশে পাবে ঠিক।
যদি হতে চাও তুমি একলা পথিক, যে পথে যায়নি কেউ , সেইদিকে ঋজু পায়ে হেঁটে যেতে চাও, যেও।
তাই বলে নিখবর হতে হবে, শাস্ত্রে এমনতর লেখেনি কোথাও।
আমি বলবোনা মোটে সাথে নিয়ে যেতে,
সেটাই ইচ্ছা হলে বলতে আমায়।
চলা ও থামায় মাথা গলানোর কাজ আমার তো নয়।
তবু যদি নিশুতি সরাইয়ে,
টিমটিমে মোমবাতি না পাওয়া দুঃখ কিছু স্মরণ করায়,
যদি মনে হয় কুড়ানো সময়ে যে নিরালা সংগ্রহ জমেছে তোমার ,
সে সব উজার করে দেবে কাছে কার ,
হারিয়ে যাওয়ার আগে পথের পাঁচালিখানা কাকে বা শোনাবে,
ডেকে দেখো, আমাকে তখন তুমি ঠিক পাশে পাবে।
অথবা উল্টোগীতি, ঘড়িকাঁটা জীবনকে গিলে খেতে চায়।
ঘা দিয়ে থকে গেছো সব দরজায় , ভেতরের আমন্ত্রণ এখনো অমিল,
দিনের ঘন্টাগুলো কয়েদ সামিল।
আমাকে তো জানো তুমি, ঘরই নেই, দরজাটা পাবো কোথা থেকে ,
আমাকে বরং জানে শহুরে নিরালা গাছ,
পার্কের বেঞ্চগুলো চেনে প্রত্যেকে,
চারখানা দেওয়াল আর একখানা ছাদের প্রমাদ ফাঁদে পা দিই নি,
ঘর হলে বিভীষণও হয়, সে সত্যিকথা আমি ভালোভাবে জানি।
তোমার জীবন যদি জোর করে ভবঘুরে হয়, সঙ্গীর খোঁজে মন হু হু করে আসে,
আমায় ডাকতে পারো, দেখো আমি এসে যাবো সেসময়ে পাশে।
যদি দেখো ডাক দিয়ে, সাকিনবিহীন হয়ে ফিরে এলো ধ্বনি,
তবে বুঝো তোমার আমার কাছে আসা দরকারী,
সব কাজ ফেলে রেখে এসো তখনি।
আর্যতীর্থ