। বন্দে বনাম হিন্দ-এ...।

এ দল বললো, জয় হিন্দ! ও দল চেঁচিয়ে উঠলো, বন্দেমাতরম!
বাকিটুকু অকথ্য কিংবা আওয়াজে না শোনা ,
দুপক্ষ থেকে ঝোড়ো বৃষ্টির মতো আসে গুলি আর বোম।

গুরুত্বহীন কিছু লোক লাশ হয়ে পড়ে থাকে বন্দে ও হিন্দ-এর যুদ্ধের পরে,
গতানুগতিক ভাবে রাজনীতি আড়মোড়া ভেঙে হাই তোলে,
শহীদ আর সমাজবিরোধী সনাক্তকরনে কিছুটা সময় যায় চাপানউতোরে।

নাগরিক অভিধান মুচড়িয়ে ভেঙে, দেশপ্রেম চলে গেছে রঙের দখলে,
বন্দেমাতরম আর জয়হিন্দ মানে কেটে হয়েছে আলাদা।
নাম নেওয়া অবশ্য অভ্যাসবশতঃ, তারপরে অনায়াস খুনোখুনি চলে।

তবু  ওই কবরের মাটি, মৃতের গন্ধমাখা ছাই, একই দেশের কথা বলে।

আর্যতীর্থ