। বাঁচা।

সময় আমায় বললো ডেকে, ঝোলায় পেলি আরেকটা সাল,
সুস্থ হয়ে বাঁচতে দিলাম, তাথৈ তাথৈ নাচতে দিলাম,
খেলতে দিলাম বর্তমানে , শুধরে নে যা ভুল গতকাল।

তার মানে কাজ করবো কি ঠিক? ভাবনা জুড়ে ইতস্তত..
মুহূর্তদের এই মিছিলে, কোথায় কাকে কে কি দিলে,
দিনের শেষে সে সব হিসেব মিলে গেলে ভালোই হতো।

কিন্তু সে আঁক মিলবে কিনা, সেসব খবর কেই বা রাখে!
দাঁড়িপাল্লায় যেই না মাপি, পাওনাদার আর ঋণখেলাপী
মুখোমুখি দুজন বসে হিসেব কষে, কষতে থাকে।

এখন যুগের কঠিন দাবী , হিসাবখাতায় পোক্ত থাকা
দিচ্ছি কত , পাচ্ছি কি বা, চলছে জরিপ বাঁকিয়ে গ্রীবা,
আমার তাতে বয়েই গেছে, দিই উড়িয়ে ভুল পতাকা।

সময়কে তাই ধমকে বলি, কে বলেছে বছর দিতে?
একশো রকম হিসেবনিকেশ, করতে গিয়ে মুহূর্ত শেষ,
আমার ভুলের পাগলামোরা খেলবে তবে কোন ছুটিতে?

আয়ুর খবর পকেটে রাখ, অন্য কারোর সামনে নাচা,
স্বপ্নে যদি ভুলও থাকে, বাছবো আমি সে পথটাকে
রোজনামচার দাসখত নয়, মুহূর্ততেই আমার বাঁচা।

বলেই ভাবি এবার যদি সময়ও দেয় উল্টে ধমক?
মুহূর্তেরও ওই তো মালিক, নিজের থেকে যা দেয় তা দিক,
হাজার হলেও সব জীবনই বাঁচে খেয়ে ওরই নমক!

তাই বলে কোন আহম্মকে মানতে যাবে ওর বলা ছক..


আর্যতীর্থ