। বালীবধের আগে।
বুঝেছি হে, ভাইয়ের জন্য আটকে ছিলো সিংহাসন,
আন্দাজে তাই ভাইয়ের মরার ঝপ করে দাও বিজ্ঞাপন।
কিন্তু তোমার ভাই যে বেঁচে প্রমাণ হতেই গেলো কেঁচে
রাজত্বসুখ। প্রজাদেরও ইচ্ছে ছিলো দাদাই বসুক,
তাই বালী হন রাজা আবার , তোমার ভাগ্যে নির্বাসন।
তলিয়ে যদি দেখি তবে আরেক ব্যাপার পড়ছে চোখে,
দাদার বউকে বিয়ে করা , সেটাও ছিলো তোমার ছকে।
শোকের সময় দাওনি মোটে বিয়োগ হলে যেমন জোটে
রাজমহিষীর। তড়িঘড়ি সুর বাজালে মিলন বাঁশির,
তারা-ই তোমার লক্ষ্য ছিলো কানাঘুষো বলছে লোকে।
আমারও হাল তথৈবচ, চোদ্দ বছর বনবাসের আদেশ পিতার
দুষ্ট রাবণ করলো হরণ, জানি না আজ অবস্থা কি আমার সীতার।
লঙ্কা যাওয়ার ভাবনা আছে কিন্তু দেখো আমার কাছে
নেই সেনানী। সেটা পেলেই রাবণ মেরে সীতা আনি,
তারপরে নয় আগুন জ্বেলে দেবো ঠেলে, পরখ হবে পবিত্রতার।
যদিও বালী যোগ্য রাজা তবুও তা নয় আমার লাভে,
আমার বউয়ের জন্য সে আর কোন কারণে লড়তে যাবে।
এক্ষুণি দাও আমায় কথা তোমায় যদি দিই ক্ষমতা
বালী মেরে, তবে তুমি আমার সাথে জানকীকে আনবে কেড়ে,
দুজনেরই জয় যাতে হয় , কাজগুলো আজ সব সারা চাই তেমনভাবে।
সামনাসামনি লড়াই হলে জিতবে কে তা বলা কি যায়
স্বয়ং রাবণ হার মেনেছে, ধরে তাকে বীর চেপেছেন বগলতলায়।
আমিও যদি যুদ্ধে হারি চিহ্ন ধরা থাকবে তারই
ইতিহাসে। যে যাই বলুক অবতারের গল্প না সে
বানর কোনো বীরের প্রতাপ মুখোমুখি দ্বন্দ্বে যদি আমায় হারায়।
কাজেই মারবো আড়াল থেকে, তুমি শুধু লড়াইভানে ব্যস্ত রাখো,
মালা পরে যুদ্ধে যেও , চেনার পরে কি করবো তা দেখতে থাকো
মানছি এটা ঠিক মোটে নয়, কিন্তু আমার চাই এ বিজয়
যেন তেন। ভগবান আজ করলে কিছু প্রশ্ন কেন?
কর্মফলে যেমন লেখা, ভাগ্য মেনে তেমন নাহয় মৃত্যু পাক ও।
ধর্মসংস্থাপানায় আমি কি আর রাখতে পারি একটা ফাঁকও?
আর্যতীর্থ