। বাকি সব খেলাধুলো।

বজরং পুনিয়া,
কত বড় গুণী, অ্যাঁ?
নাম তার শুনেছে কি
ক্রিকেটের দুনিয়া?
ভাসা ভাসা যেন শোনা
কুস্তিতে পান সোনা,
তাতে বাপু হলোটা কি,
কেন করো আলোচনা?
আমরা ভারতবাসী,
ক্রিকেটের ক্রীতদাসই,
তাছাড়া অন্য খেলা
কাটা যে ঘোড়ার ঘাসই।

অমিত পানঘাল,
ছবি দেখা গতকাল
বক্সিংয়ে সোনা পেতে
ফোলা তার ডানগাল।
এশিয়াডে সোনা জেতা
জানে বলো তবু কে তা,
আই পি এল চলাকালে
যত্ত আদিখ্যেতা।
আমাদের ছেলেমেয়ে
ক্রিকেটেই যাবে ধেয়ে
স্বপ্ন সে বড় হবে
দাদা শচীনের চেয়ে।

মারিমুথু গোমথী
দৌড়ান দ্রুতগতি
আটশো মিটারে সোনা
পেয়েছেন সম্প্রতি।
তবু তাঁকে চিনবে কে
টি ভি পানে চোখ রেখে
কে কটা ছয় মারে
গুণে চলি প্রত্যেকে।
বাকি যত খেলাধুলো
নেই চাল নেই চুলো
দৈবাৎ জিতে গেলে
দুদিন মাথায় তুলো।

ক্রিকেট মহান খেলা
রোজ হোক দুইবেলা
তাই বলে বাকিদের
কেন এত দূরে ঠেলা।
নেই অ্যাড স্পনসর
ফুটিফাটা খেলাঘর
কোথাও পদক পেলে
লোকে জানে তারপর।
কে যে করেছে ঠিক
ক্রিকেটই সবটা নিক,
বাকি সব খেলাগুলো
দোরে দোরে মাগে ভিখ।

তবুও প্রশ্ন ওঠে
ফাঁকা কেন অলিম্পিক...

আর্যতীর্থ