। আয়নাতে চাও।
ভাবতে গেলে সবাই একা, তুমি আমি যদু মধু,
সাথী যারা তাদের সাথে একটু সময় কাটবে শুধু,
সবার সড়ক একটু পৃথক, কতক হবেই একলা হাঁটা
জনজোয়ার আজকে যদি, কালকে বন্ধুবিহীন ভাঁটা
তাই বলি কি, দেখোই যদি হাত কোনো নেই তোমার হাতে
আয়না দেখে শ্বাস ভরে নাও, নিজেই বাঁচো নিজের সাথে।
পরের জন্য বাঁচা ভালো, এমন কথা শাস্ত্রে বলে,
পরস্পরের আসবো কাজে, তেমন ভেবেই সমাজ চলে।
কিন্তু সে সব দিনযাপনের নানান কাজেই বদ্ধ থাকে
উথালপাথাল রুদ্ধ মনে বিদ্রোহ হয়ে কোন ব্যারাকে,
সে সব খবর উহ্য থাকে কাছের পাশের লোকের থেকেও
আজন্মকাল চেনা মানুষ প্রশ্ন জাগায় ‘ সত্যি কে ও?’
যে সব সময় হাত বাড়ালে বন্ধু কোনো যায়না পাওয়া,
নিজেই নিজের জানলা খুলে ভেতর ডাকো দখিন হাওয়া।
হোক না যতই প্রিয় তোমার, বন্ধু , প্রেমিক কিংবা স্বজন,
একলা কিছু ভুল সময়ে যায় আসে না পাশে কজন,
থাকলে ভালো, তাদের ধরে উঠে আসা যায় সহজে,
কিন্তু যদি তাও না থাকে, কেউ যদি না তোমায় বোঝে?
একজনকে সাথেই পাবে, তোমায় ছেড়ে যায় না কোথাও,
বন্ধুবিহীন একলা হলে, দোহাই তোমার, আয়নাতে চাও।
আর্যতীর্থ