।আয়ান।
আমারও হয়তো কিছু বলবার ছিলো,
সময় ডুবিয়ে দিলো প্রেম কোলাহলে
প্রভাবী খোঁচাতে তাল হতে পারে তিলও
ইতিহাসে এরকম কত খেলা চলে।
ঘরণী রাধিকা গেলো পরনারী হয়ে,
মনের মানুষ তার গোপকুলমণি,
কত জলকেলি গেলো যমুনাতে বয়ে,
প্রেম লিখে মাতোয়ারা কবির লেখনি।
কখনো কি ভেবেছো হে পদাবলীকার,
হয়তো আমিও ভালোবেসেছি রাধাকে
বিপরীতে যিনি, শুনি যুগ অবতার
অভাগার প্রেম তাই কে বা মনে রাখে!
আমি কি শুনিনি নাকি বাঁশুরিয়া ডাক
নিশি ডাকা মাঝরাতে নূপূরের সাড়া?
সাক্ষ্যপ্রমাণ দেবে দরজার ফাঁক,
স্বেচ্ছায় ঢিলে ছিলো রাতের পাহারা।
হতভাগী বৃন্দা’র কূট শলা ছলা,
ভেবোনা আনেনি কেউ আমার নজরে,
এতটা যে ভালোবাসি হয়নি তা বলা
দেখেছি সে রাঙা হয়ে ফিরে আসে ঘরে।
তবু তাকে বাধা দিই কি করে বলো?
কানু নামে ঝলমল করে চাঁদমুখ
যে আমার ঘরে এসে এ জীবন আলো
কিভাবে চাইবো তাতে আঁধার নামুক?
তোমাদের অবতার প্রেম কবে বোঝে ?
পালিয়ে বেড়ালো দিয়ে মায়ার দোহাই
যার মতো ভালোবাসা ত্রিভূবন খোঁজে
আমার ঘরণী সে, বিনোদিনী রাই।
বলবার ছিলো শুধু এই কথাটাই।
আর্যতীর্থ