। অশিষ্ট।

পিষ্ট হওয়াই ভাগ্য যদি ডাকতে গিয়ে ইষ্টকে,
এড়িয়ে যাওয়াই শোভন তবে ঈশ্বরী অভীষ্টকে।
গড ভগবান আল্লাহ রসুল করুন ক্ষমা ধৃ্ষ্টতা
উপাসনার ঘর যা দেখি মানুষ খুনে ক্লিষ্ট তা।

চলছে যেমন গুলি বোমা মসজিদে আর গির্জাতে
দৈববাণী হওয়াই উচিৎ না যেন হয় ভিড় তাতে।
তিথি মেনে অযুত লোকের ভক্তি ছোঁয়া বিগ্রহে
নিষ্পেষনে শেষের শ্বাসের শাপ কিছু যায় ঠিক রয়ে।

সবার গ্রন্থে লেখা নাকি আছেন তিনি সবখানে,
কোথায় যে নেই সে সত্যটা ছিন্ন হওয়া শব জানে।
ভক্তজনের সমষ্টিতে হত্যা যদি ইচ্ছা তাঁর
তিন দুনিয়ার মালিক তবে লালন করেন স্বৈরাচার।

ঘরেই বসে ডাকলে বোধহয় ঠিক থেকে যায় খুঁত তবে
প্রাণ যায় যাক , পুণ্য পেতে ভিড় বেড়ে যায় উৎসবে।
ইষ্ট ডেকে পিষ্ট হওয়ার নিত্য ঘটা অনিষ্টে,
মৃত্যু বসে হিসেব করে রাখবে কাকে সে লিস্টে।

উপাসনা আজকে মলিন রক্তপাতের অশিষ্টে।

আর্যতীর্থ