। আপনাদের বলছি।
ওদের হাতে কোদাল দিলে ওরা মাটি খুঁড়বে,
গাঁইতি দিলে দেওয়াল ভাঙবে,
ইঁট আর রাজমিস্ত্রির মালমশলা দিলে ফটাফট বানিয়ে দেবে অট্টালিকা।
শুধু তিনবেলা ভাত, লজ্জা নিবারনের কাপড় আর মাথা গোঁজার আস্তানা,
আগামীবিহীন এইটুকু বর্তমান পেলে ওরা একটা দেশ গড়ে দিতে পারে।
আর আপনারা কিনা কানে মন্তর দিয়ে ওদেরকে পাঠালেন মানুষ শিকারে?
ওদের হাতে কলম দিলে ওরা কবিতা লিখবে, কিংবা ভালো লাগা মানুষটাকে প্রেমপত্র,
হাতেকলমে দিলে তাই দিয়ে রোজগার করবে, প্রিয় সাথীকে নিয়ে ফুচকা চুড়মুড় খাবে,
মাসমাইনে একটু থিতু হলেই, বাড়িতে বিসমিল্লা খান সানাই বাজাবেন।
আপনাদের শুধু কষ্ট করে ওই ‘থিতু’ কথাটাতে একটু স্থায়িত্ব
দিতে হতো,
সেটা পেলে না ওরা অবস্থানে বসতো, না অবস্থান তুলতে বন্দুক পাকড়াতো।
মুশকিল কি জানেন, ওই শিকারী ও বন্দুকবাজদের নিশানা ঘুরতে বেশি সময় লাগেনা,
এলেবেলে কেউ নয়, এই কথা বলছে ইতিহাস।
আপনাদের এই সব তুরুপের তাস, চোখ থেকে ঠুলি খুলে ফেলে যদি,
ভেবেছেন কি হবে ?
কে জানে আপনাদের রঙমহলের জানলার কাঁচ ভেঙে প্রথম ইঁটের টুকরো উড়ে আসে কবে....
আর্যতীর্থ