। আমরা দেখবো।
‘হাম দেখেঙ্গে’।
ফায়াজ আহমেদ ফায়াজ এই নাজম’টি লেখেন ১৯৭৯য়ে। ১৯৮৬তে ইকবাল বানো পাকিস্তানে জেনারেল জিয়া’র অত্যাচারী শাসনের বিরুদ্ধে এতে সুর বসিয়ে চিরকালীন প্রতিবাদের গান করে দেন। মূল নাজমটিতে আল্লাহ’র রূপকে দীনদের দিনবদলের কথা বলা আছে। এটা অনুবাদ নয়, পড়ে ও শুনে এই অকবির যেটা মনে হয়েছে তাই লিখলাম। স্বভাবতই, ঈশ্বরের জায়গাগুলো বদলে মানুষ এসে গেছে।)
আমরা দেখবো, দেখবো ঠিক।
আদিম থেকে আদমি শোনে যার কথা,
একদিন সে আগুন হয়ে জ্বলবে ধিক,
প্রতিশ্রুতি করবে পালন সভ্যতা।
সিংহাসনের চাবুকক্ষত’র পাষাণভার
হালকা পেঁজা তুলোর মাফিক উড়বে
আমরা , যাদের ন্যুব্জ মিছিল সবহারার,
ঘুরবে ঠিক, এই পৃথিবী তাদের ঘিরেই ঘুরবে।
কড়কড়াৎ বিজলিপাত করবে আলো সব আঁধার,
মতলবি সব লোভী বাজ-আগুনে পুড়বে।
ওপরদিকে যাওয়ার বাধা হটবে ঠিক,
মূলসমেত উৎখাতে মিথ্যা চাটু ভক্তদের,
আমরা যারা সাচ্চা দিলের সৎ পথিক,
আমরা সেদিন সবাই মালিক মসনদের।
তাজগুলো সব ধুলোয় পড়ে মাঙবে ভিখ,
ফালতু ভাঙা রদ্দি হবে তখত ওদের।
দিন হবে সে বিধাতাহীন মানবতার,
আড়াল হয়েও মরেনি যে, দৃশ্যমান.
সেই দর্শক , সেই তো চালক এই দুনিয়ার
তুমি ,আমি ,আমরা সবাই সব সমান।
থাকবে তো সে-ই, মানুষ নামটা যোগ্য যার,
সবাই রাজা, সিংহাসনে সবার স্থান।
হে নির্ভীক,
আঁধারকালে আলোর দিশা ভরসা দিক
দেখবো সে দিন, আমরা দেখবো, দেখবো ঠিক।
আর্যতীর্থ