। অখণ্ড।
কবিতা অনেক আছে জানি, তবু যেন একটিও নেই
শেষ ভেবে থেমে গিয়ে দেখি, পৌঁছেছি ফের শুরুতেই।
এ সফর অফুরান জারি, কথাদের সাথে নিয়ে চলা,
সব আলাপ শেষ করে দেখি, বাকি আছে তবু কথা বলা।
আসলে আলাদা কিছু নয়, খণ্ডতে লুকিয়েছে গোটা,
শিরোনামে সীমানা বানায়, অসীমের এক এক ফোঁটা।
সীমান্ত খোঁজা হবে বৃথা, ভিন্ন এখানে নেই কেউ,
কুলহীন অটুট সাগরে ,কবি শুধু সময়ের ঢেউ।
কে ভাবে লিখেছে নতুন? ভুল সব সৃজনের দাবী,
অনাদি এ আবেগের স্রোত , আমরা সৃষ্টি করি ভাবি।
কখনো অন্ধ পেলে চোখ, দেখে এক নতুন পৃথিবী,
যা আছে আগে থেকে ছিলো ,খুঁজে পায় শুধু কথাজীবী
আদিতম কবিতাটি লেখে, যে প্রথম নর বা নারী
পায়ে পায়ে কথারা হেঁটেছে, মহাদেশ জুড়ে দিলো পাড়ি।
সে আদিম আবেগের ঢল, কথা পায় নতুন ভাষায়,
বদল আর হয়েছে কতটা, হতাশা বা নিয়ত আশায়।
কবিতা অনেক নেই মোটে, একটাই লিখছে মানুষ,
পুরনোকে নতুনের ভ্রমে, লিখে চলে পরের পুরুষ...
আর্যতীর্থ