। অফেরতযোগ্য।
কাট ফেরালেই ঠিক হবে সব , তাই নাকি?
লাগু হবে ‘ এখন থেকে খাই না’ কি?
বুক বাজিয়ে দিনদুপুরে চলছে যেসব,
ছাড়বে সবই মাসতুতো ওই ভাইরা কি?
হুমকি দিয়ে যে সব পকেট শুষছে টাকা,
ফূর্তি এবং পূর্তিতে সেই ঘুষ যে ফাঁকা,
ফেরত পাওয়ার আশা রাখার মানে কেবল
কল্পনাতে আকাশকুসুম পুষতে থাকা।
ফেরত নাহয় পাওয়াই গেলো তর্ক-খাতির,
তবেই মিটে যাবে বুঝি কর্জ মাটির?
জনগণধনে যারা কামড় দিলো,
বিঁধবেনা আর তাদের কোনো ভর্ৎসনা-তির?
ঢের হয়েছে , ছা পোষা সব ঘাট মানি,
হয়না হজম ফেরত দেওয়ার ভাট-খানি।
রন্ধ্রে রন্ধ্রে ঘুণ যে এখন রাজনীতির
দুর্নীতি তার সাবেককালের পাটরাণী।
এক না খেলে আরেক খাবে কাটমানি।
আর্যতীর্থ