।আদিখ্যেতা।
এক রাজা আসে আর রাজা যায়,
প্রজাদের ভোটে গদি পাল্টায়
আলোচনা জুড়ে টি ভি পর্দায়,
এইবার কিছু হবে।
সকলে নানান ‘ মিম’ করে বলে,
নীরব আশাকে এনে কোলাহলে
ওই দল গিয়ে এলে এই দলে
দেশ নাকি দৌড়বে।
সে সুখের ভ্রম ক’টা দিনই স্থায়ী
বাস্তব রুঢ়, দুঃখপ্রদায়ী,
দুর্নীতি-পাখি ভারী পরিযায়ী
কাঁধ বদলায় শুধু,
চাষী দেখে তার ক্ষেতের ফসল
বন্টন শেষে আছে ফলিডল,
মাঝখানে শুষে নেয় ফড়ে দল,
তাবত লাভের মধু।
শ্রমিক দেখেছে চুঁয়ে পড়া ঘাম
আরও কমদামে হচ্ছে নিলাম
রাম বাম হাত সবে বিধি বাম
ফুটো ঘরে রুটি নেই
কারখানা ক্রমে আরো কমে আসে
দাম কমা টাকা রঙ মেখে হাসে
হাড় জিরজিরে লাশ খালে ভাসে
চেনা ছক রুটিনেই।
মধ্যবিত্ত দেখে তার টাকা
দিন দিন ক্ষয়ে ভাঁড়ার যে ফাঁকা
উড়ুক না দেশে যে কোনো পতাকা
জিনিসের দাম বাড়ে,
বেকারের চালু কাজের ভিক্ষা,
ডাস্টবিনে গেছে ডিগ্রী শিক্ষা
আটকিয়ে গেছে সব পরীক্ষা,
সুপারিশ কাঁটাতারে।
মোটের ওপর , আনাচে কানাচে,
সকলে যেমন ধুঁকে ধুঁকে বাঁচে
রাজা পাল্টালে ধেই ধেই নাচে
বদল হবেনা যে তা,
এক রঙ আসে আর রঙ গিয়ে
বারবার বুঝি হকিকত দিয়ে,
নেতা যে বলেন দেবো বদলিয়ে
আদতে আদিখ্যেতা।
আর্যতীর্থ