প্রসঙ্গ: বাংলাদেশ, মাতৃদুগ্ধ ব্যাঙ্ক রদ।

            ।অধর্ম।
      
অপুষ্টিতে  বাচ্চা মরুক  ধর্ম বাঁচুক তুষ্টিতে
ধার্মিকেরা শিশুর দেহ আল্লাহকে চায় ঘুষ দিতে,
মায়ের দুধের ব্যাঙ্ক হবেনা, গুনাহ নাকি ক’ন খোদা
প্রগতিকে পিষছে কারা স্থবির পাষাণ মুষ্টিতে।

এক স্তন্যপানেই নাকি সম্পর্ক বোন আর ভাই
বিয়ে হবে কেমন করে ,আজগুবি এই বিধান তাই
ওযুক্তিতে আমার বাড়ির তিন প্রজন্ম ভাইবোনই
বাগানে ফল একই গাছের, দুধ দিয়ে যায় একই গাই।

ধর্ম করে হাসির খোরাক আকাট কিছু মূর্খদল,
সামনে যাওয়ার রাস্তাটাকে করতে থাকে খুব পিছল
স্বয়ং নবী কল্পনাতেও আনেননি যে বাস্তবিক
তাকেও গুনাহ বানিয়ে ফেলে পিছনটানা ধর্মকল।

  দুঃস্থ শিশুর স্বাস্থ্যতে নেই মানুষ দুধের বিকল্পই
  ধনীর দেশে হয়তো হবে, এখানে নেই সে গল্পই।
  কুড়ুল খুঁজে মারছে যারা পুণ্যভানে দেশের পা’য়
  তাদের কাছে ধর্ম মানে আর কিছু না শেকল বই।

মানুষ আগে ধর্ম পরে ভাবতে পারার লোক অল্পই।

আর্যতীর্থ