। আবেদন।
ঘর তছনছ , মানুষ গায়েব, যাপন বেয়ে ভয় নামে,
জ্বলছে আগুন , দিক ছয়লাপ জয়হিন্দ আর জয় রামে।
বুকের ভেতর যে নাম নিয়ে বাঁচতো মানুষ অশঙ্ক,
সে নাম নিয়েই বোম মারে আজ, চলছে গুলি অসংখ্য।
এরা কারা? রাজনীতিতে কোন পতাকা ওদের চায়?
একই মানুষ নানান রঙের মুখোশ পরে ভয় দেখায়।
দখল করার অন্ধ মোহে মাস্তানি আজ লাগামছাড়া,
শান্তি কবে ফিরবে গ্রামে, খুঁজে বেড়ায় ভাঙিপাড়া।
জানতে চাইছে আমজনতা থাকেন যারা বাংলাতে,
রুটিনে কি এবার হবে বুলেট বোমা সামলাতে?
অস্ত্র কোথায় পাচ্ছে ওরা? মাতছে কারা আক্রোশে?
সমর্থক হোন যেই দলেরই, মরতে হবে তার দোষে?
নীল সাদা হোন বা গেরুয়া, থামুন সময় থাকতে আজ,
গণতন্ত্রে শুনছি কেন ফ্যাসিবাদের কুচকাওয়াজ?
একটা কিছু করুন যাতে ভরসাখেকো ক্ষয় থামে,
মানুষ বাঁচুক পাশাপাশি জয়হিন্দ আর জয় রামে।
আর্যতীর্থ