। আব্বুলিস।
ছাঁকনি ছেঁকে লাখ উনিশ
রাষ্ট্রবিহীন লোক গুনিস,
ঘরের থেকে ঘাড়টি ধরে
ধরলো নাহয় তোর পুলিশ।
তারপরে কি, বল দেখি?
ওরা বিদেশ চলবে কি?
সেই বিদেশও বলে যদি,
এসব তোদের ছল মেকি?
অগত্যা সেই ডিটেনশন,
এই ভূমিতেই রিটেনশন,
উনিশ লাখের সে ভিড় দেখে
কমবে তোদের কি টেনশন?
চাকরী ওদের ভাগ্যে বাদ,
থাকবে দূরে চাষ আবাদ,
কোন জাদুতে ভরবে তবে
উনিশ লাখের খাওয়ার পাত?
না খাইয়ে কি পার পাবি?
খাওয়াবি আর ক্ষার খাবি,
একটু হলেই এদিক ওদিক
নজরদারের মার খাবি।
কর্মবিহীন উনিশ লাখ,
অকাজগুলোই করবে তাক,
দাঙ্গা হবে ফেলতে পলক
যে যাই বলুক, তর্ক রাখ।
তখন ধরে কী করবি?
রাষ্ট্রই নেই, কী ধরবি?
ওদের তখন হাজতবাসেও
লাগবে গায়ে ঘি চর্বি।
সমাধানের নেই দেখা,
টেনে দিলি ভেদরেখা,
বিশ্ব এবার বলবে হেসে,
বেশ হয়েছে , ভোগ একা।
খাদ খুঁড়েছিস গহীন হায়,
বের হতে বল কি উপায়
ভুগতে হবে ফলটা এবার
বার্মা যেমন রোহিঙ্গায়।
ছাঁকনি ছেঁকে লাখ উনিশ,
নয় যে দেশি তাল তুলিস,
জুটবে লুকোচুরির শেষে
ধাপ্পা এবং আব্বুলিস।
আর্যতীর্থ