। আবার ইঁদুর।

হকারের রুজিরুটি ,দোকানের রোজগার
সত্যি কি কোনো নেতা রেখেছেন খোঁজ তার?
নাকি শুধু নাকে কেঁদে  মাছতেলে মাছ রেঁধে
ফিটফাট রেখে দেন দরদী মুখোশ তাঁর?

শুধু দেখি পড়ে খোঁজ পুড়ে গেলে বাড়িঘর
গলদের ইতিহাসে কে কে ছিলো কারিগর
মনে হয় ভাষণে   কেউ যদি না শোনে
জেল বা দ্বীপান্তরে যাবে বুঝি তারই পর।

ফিকে হয়ে আসে যেই ঘরপোড়া ক্ষতদাগ
মুছে যায় নেতাদের ভুল নিয়ে যত রাগ
অজুহাতে নব নব      পুনর্মূষিকো ভব
ত্রুটি ফের আসে ফিরে শতকরা শতভাগ।

হকার বা দোকানীর কেউ নন রাজারা
ভোটে হয় বাবাসোনা ভোটে পাজী পাঝাড়া।
যার গেছে যাকগে     ভারী দুর্ভাগ্যে,
আগামী সংশোধনে সক্কলে গা-ছাড়া।

ভোট নোট শেষকথা কিছু নেই তা ছাড়া।

আর্যতীর্থ