।অবাক লাগে।
আমার ভীষণ অবাক লাগে।
ট্যাক্সো দেওয়ার লোক বাড়েনি,
ডলার পাউন্ড সব ধারে নিই
রাষ্ট্র কোনো দাঁও মারেনি রপ্তানিতে,
তবুও যখন মোটা দাগে
ভোটভিখারির জিভের আগে
ঋণ মকুবের কথা জাগে
তখন ভীষণ অবাক লাগে,
পারবে তো দেশ এই বেহিসেব সামাল দিতে?
আমার অবাক লাগে ভীষণ।
এক কোটি লোক এক বছরে
কাজ হারিয়ে বেকার ঘোরে
রোজই আরো মানুষ জোড়ে ভুখমিছিলে,
তবুও সব নেতার ভাষণ,
চাকরি বাড়ায় লক্ষ ফি সন,
ইমপসিবল এমন মিশন
শুনে অবাক লাগে ভীষণ,
প্রশ্ন কেন করি না কেউ চাকরি কোথায় দিলে?
ভীষণ অবাক লাগে আমার।
সবাই সোহাগ কলি বলে
দেখ কত কি পেলি বলে
তবুও রোজ ফলিডলে চাষীকে নেয় কেড়ে
কাঁদছে যত খেত ও খামার
তবুও সেই ভোট দামামার
লক্ষণ নেই আওয়াজ থামার
সেটাই অবাক লাগে আমার
অনুদানে আরও যেন মৃত্যুরা যায় বেড়ে।
আমার ভীষণ লাগে অবাক।
প্রতিবারের ভোটের ঢাকে,
ঢ্যাং কুড় কুড় একই থাকে
একই কুমীরছানাটাকে দেখায় নানা লোকে,
আমরা কেবলই খেয়ে ঘুরপাক,
ভাবছি এমনই দিন কেটে যাক
আমার বাছারা দুধেভাতে থাক,
সেটাতেই লাগে ভীষণ অবাক,
দুধদই মারা নেপোকে কারোর পড়েই না কেন চোখে..
ঘরে ঘরে কেন কান্না ওঠেনা চাষী-শ্রমিকের শোকে?
আর্যতীর্থ