। আপনি।

আপনি ঠিক আমরা ভুল
অগ্রগতির আপনি মূল,
সত্যিটাকে ধরিয়ে দিয়ে
কে আর হবে চক্ষুশূল।

আপনি যা ক’ন তাই ধ্রুব
বলছে ভোটের গাবগুব-ও
মানছে না যে তথ্যগুলো
বোকাই জানি হয় খুব ও।

আপনি বলেন উন্নয়ন,
সায় দিয়ে যায় একশোজন
থাকুক যতই নাগরিকের
চাকরি পদের শূন্যায়ন।

সায় দেওয়াটাই আজ প্রথা
বিরুদ্ধমুখ হয় ভোঁতা,
লাল পতাকা নেড়ে কে আর
ষাঁড়কে বলে আয় গোঁতা!

ওই যা, ষাঁড়ের নাম নিলে,
বাপ ভুলে যাই চড় কিলে
যুগটা এখন কান না দেখে
চেঁচিয়ে ওঠার ‘ নেয় চিলে!’

আপনি বলুন যা খুশি
তেল পেয়ে হোক পা খুশি
আমরা নি-বাক নির্জনতায়
সত্যি জানার ঘা পুষি।

আর্যতীর্থ