। আইন অমান্য।

তুমি আমি হরিদাস সক্কলে গান্ধী
পঠিত যা ইতিহাসে কাজে তাকে স্থান দি
বাঁধে যদি আইনে    বলে দিই চাই নে,
অমান্য করে তাকে বাপুজীকে মান দি।

বাইক চালালে নাকি পরা চাই হেলমেট
গাড়ি হলে চালাবার সাথে সাথে সিটবেল্ট
এসব আজব কথা      মানাটাই বাতুলতা
বরং চালাতে পারি মাল খেয়ে ভরপেট।

দূষণ কালিতে দেশ শীর্ষে এ বিশ্বে
বাজি সেতো মজা নয় বাতাসের বিষ সে
ফি সাল এসব শুনে     ফের মাতি হাওয়া খুনে
ফূর্তিতে থাকা চাই আমাদেরও হিস্যে।

চল্লিশ মাইক্রন হয় যদি প্লাস্টিক
মাটির জরায়ু থেকে উঠবে না ঘাস ঠিক
শস্য তো ঘাসই বটে      তবুও ঢোকে না ঘটে
নিষেধ এড়িয়ে তার সব ঘরে বাস ঠিক।

পুণ্যের ছলে হয় কূট বিষ অর্জন,
তবুও চলছে পুজো, নদীতে বিসর্জন,
আইন কি আর রোখে     করেই চলেছে লোকে
প্রগতি লুকায় শুনে ধর্মের গর্জন।

কালিদাসি কুড়ুলটা রোজ বসে শান দি
ভালো কথা বয়ে যায় কে তাতে কান দি
আইন না মেনে মেনে     বিপদকে আনি টেনে
ক্ষণিক আজের সুখে কাল কুরবান দি,

আমাদের এই কাজে     দেশটা এগোয় না যে
মসনদ যারই হোক মোদী ম’দি গান্ধী।

আর্যতীর্থ