। আ জা দি।
আ -য়ে আক্রমণ , আ-য়ে আগ্নেয়াস্ত্র , আ -তে আর্তনাদ,
আতংক, আশঙ্কা ,আততায়ী, সবই বড় ভয়ানক আ।
অমন আ’দের মুখে আগুন জ্বেলে , আকাশের মতো অন্য আ’দের চাই,
ওরা’র আগল ভেঙে, আ মানে এসো হই শুধু আমরাই।
জা-তে জামাত , জা তে জানকীপতি, জা তে জালি ধর্মের জাল,
স্মৃতিতে কালিমা মেখে জালিম ওই জা দিয়ে জালিয়ান বাগ,
ওসব যাক না আজ, জা মানে জাগৃতি, জনতার জাগরণ হোক,
জানলা কপাট খুলে সব ঘরে পৌঁছাক জাতমোছা জাদুর আলোক..
দি তে দ্বিখণ্ডিত, দি তে দ্বিধান্বিত, দি তে দিকভোলা যুবদের ঢল,
দি মানে রাজাদের প্রথাগত দ্বিরাচারও, দি তে মনের দীনতা
আমাদের দি মানে অন্য বোঝাও কেউ, ওই সব মানে দূরে যাক,
দি বললে সব্বাই কান পেতে শুনুক না এই কালো দিনগুলো বদলের ডাক।
আ জা দি। প্রতি অক্ষরে তার দুনিয়ার সব লোক স্বপ্ন মেশাক।
আর্যতীর্থ