জিতা থাকতে কদর নাই
মরিলে কদর
কান্নাকাটি করে তখন
ভাই বেরাদর।
রোগে শোকে দুঁকে মরে
খেতে পায়না ভাত
সে সময় বাড়ায় না
কেউ সাহায্যের হাত।
মরারে কাঁধে লইয়া
ক্রন্দন বিলাপ
এই জাতের রোধনে
আমি দেই অভিশাপ।
সিন্নির টাকা দিতে লোকের
হয়না অভাব
যার সিন্নি সে উপোস মরছে
ক্যামন হইলো লাভ?
আঙুর আপেল জীবদ্দশায়
খেতে পাইলোনা
ফুল সিন্নিতে ফলমুলের
আর অভাব হইলো না।