অভাবে‌ স্বভাব নষ্ট
কে বুঝে মনোকষ্ট?

ধনজন‌ আছে যার
আরো ধন চায়
অভাবী উপোস থাকে
তার কিনারায়।

অভাবীর দুঃখ দেখে
গলেনা যার মন
ধনী হলেও সে
স্বভাবে কৃপণ।