ভুল করে রেখোনা জমা, ক্ষমা চেয়ে নিও,
ছোট হোক বড় হোক পর বা আত্মীয়।
অক্ষমেরে করো ক্ষমা ভুলত্রুটি দায়,
ক্ষয়ক্ষতি হয় হোক ক্ষতিপূরণ করোনা আদায়।
ক্ষমার দরোজা খোলা যেনো থাকে,
কেউ যদি আটকে যায় ভুল চক্রপাকে।
ক্ষমা যে করে দেয় সেইতো মহত
ক্ষমার সনদে থাকে যার দস্তখত।
ক্ষমা হলো মানুষের মানবিক মূল্যবোধের গুন,
ক্ষমায় নিভিয়ে দেয় প্রতিশোধের জলন্ত আগুন।
ক্ষমা হলো অশান্তিতে শান্তির বাণী
ক্ষমায় দুর করে স্বার্থ নিয়ে টানাটানি।
ক্ষমা হলো তৃষ্ণার্তের পিপাসার পানি
ক্ষমা পেলে দুর হয় মনোকষ্ট গ্লানি।
ক্ষমা পেলে শোধরে নিও নিজ ভুলভ্রান্তি,
ক্ষমার সুযোগ পেয়ে দিওনা কাউকে কষ্টক্লান্তি।
ক্ষমা পেয়ে ক্ষমা চেয়ে চলুক জীবন
ক্ষমা হলো মহত্বের সার মুলধন।
উৎসর্গঃ আমার প্রিয়তমা সহধর্মিণী ❤️❤️
মোছাঃ রুমেনা বেগমের করকমলে।