আচ্ছা মাগো বলো দেখি
রাত্রি কেন হয়,
রাতের পরে ভোরের বেলা
আবার সূর্যোদয়?
খোকার কথা শুনে মায়ের
চমকে ওঠে মন
কেমন করে বুঝায় তাকে
দিনরাত্রি কেমন?
ভেবেচিন্তে বললো ওরে
শুনো বাছাধন,
বেলাশেষে সূর্যঢুবে
রাত্রি হয় তখন।
রাত্রি এলে ঘুমিয়ে গেলে
ক্লান্তি শ্রান্তি কমে
ঘুমের শেষে জেগে ওঠে
নতুন উদ্যমে।
সুর্যোদয় আর সূর্যাস্তেই
দিবানিশির খেলা
রাতে ঘুম দিবসে কাজ
এমনি কাটে বেলা।