রাতের বালিশটা আমার দিকে এক নজরে চেয়ে থাকে
নবডঙ্কা কবরস্থানের প্রস্তর ফলকের মতো;
কখনো উদ্ভাবন করিনি এতটা কঠিন হবে
একা থাকা আর তোমার কেশে মাথা না রেখে ঘুমানো।

একটা নিঝুম গৃহে একা শায়িত আমি
নেভানো প্রদীপ আর অন্ধকারাছন্ন পরিবেশ,
মৃদুভাবে সম্মুখপানে প্রসারিত হাত
তোমার হস্তের নাগাল পাবার আগ্রহে,
তুমি অগ্রসর হও
তোমার কোমল হাত বুলিয়ে দাও আমার প্রাণবন্ত গালে
নিজেকে জীণ আর শক্তিহীন মনে হয়।
তখনই আচমকা নিন্দ্রা বিনষ্ট হয়ে যায়
আমার চতুরপাশে ঠান্ডা রজনী অধিকতর হতে থাকে।

জানালায় নক্ষত্রগুলো দীপ্ত হয়ে জ্বলে
কোথায়ও তোমার সোনালি চুল
কোথায়ও তোমার মিষ্টি মুখ
এখন আমি প্রতিটি প্রসন্নতার উদযাপনে
যন্ত্রণার জল পান করি

এবং বিষ পান করি প্রতিটি চুমুকে;
কখনো ভাবিনি এতটা কষ্টকর হবে
তোমাকে ছাড়া একা থাকা!

লেখা শুরু : ২০/১০/২০১৬ইং।
প্রকাশের স্থান : শাহেনশাহ মার্কেট,
                   চকবাজার, চট্টগ্রাম।