লেখা শুরু ১৬'ই ডিসেম্বর, ২০১২ ইং
----------------------------------
বিজয় তুমি এসেছিলে স্বাধীনতার পথ ধরে
এসেছিলে তুমি শহীদ বুদ্ধিজীবী আর অসহায়ের রক্ত ঝড়ার বিনিময়ে,
এসেছিলে তুমি স্বাজনহারা-মা বোনের অত্যাচার সহে।
তুমি এনেছিলে উপহার নিয়ে, একটি হাঁসি
লাখো শহীদের রক্ত নদী পেরিয়ে।
ফুটেছিল ফুল বাংলার সবুজ ঘাসে,
লাল সবুজের পতাকা তলে গঠিত হল
একটি বাংলাদেশ-আ...... মার শেষ বাংলাদেশ,
ছিনিয়ে আনলে তুমি স্বাধীনতার এক অসাধারণ বিজয়।
২৫শে মার্চ কালোরাত্রি পেরিয়ে বিজয় তোমার সৃষ্টিলগ্ম।
স্বাধীনতা তুমি বঙ্গবন্ধু ২৫শে মার্চের কালোরাত্রি
পাক হানাদারের হাতে নির্যাতিত।
স্বাধীনতার সূর্য তুমি-
তুমি স্বাধীনতার ঘোষক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
স্বাধীনতা তুমি কুলহারা জননীর মুখে
যখন-তখন অশ্রু মুছানো হাঁসি।
স্বাধীনতা তুমি ৭ই মার্চের রেসকোর্স ময়দান
বঙ্গপিতা তুমি মরহুম শেখ মুজিবুর রহমান।
স্বাধীনতা তুমি এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম
বঙ্গবন্ধু শেখ মুজিবের শেষ শ্লোগান।