ছোট ছোট কথা গুলো ধিরে ধিরে বড় হয়
একটু একটু করে ভালোবাসা এগিয়ে রয়,
সময় সময়ের সাথে কথা কয়
এমনিভাবে জীবনও ধিরে ধিরে বদলে যায়।
মুক্ত আকাশ মুক্ত বাতাস মুক্ত বলাকা
মুক্ত হয়ে উড়াব আমি উর্দ্ধ মেঘের ভেলা,
সকল মায়ার বাধন বেড়ি থাকবে না পায়ে
তবুও আমি উড়ে যায় মুক্ত নিলাভ আকাশে।
ছোট ছোট বিন্দু কণায় সিন্দু তৈরী হয়
ভালোবাসার প্রতিদান ভালোবাসা দিয়েই
শোধ করে যেতে হয়।
বড় প্রাপ্তি দিয়েই ছোটকে শোধ করতে হয়
ছোট থেকেই বড়’র সৃষ্টি প্রকৃতিকেও জানাতে হয়।
তোমার জন্য আমার সৃষ্টি বিধাতা তা জানে;
আরো জানে আকাশ-বাতাস, আসমানও জমিন,
তোমার জন্ম আমার জন্য, আমার জন্ম তোমার।
প্রকৃতির নিয়মে পৃথিবীর চলা
খোদার নিয়মে চাঁদ-সূর্য,
তোমার নিয়মে চলবো আমি
বাসবো ভালো তোমাকে।
ছোট ছোট কথাগুলো ধিরে ধিরে বড় হয়
তোমার আমার ভালোবাসা নিজ পথে এগিয়ে রয়।
লেখা শুরু : ২০/০২/২০১৪ ইং।
প্রকাশের স্থান : সানি কম্পিউটার, শাহেনশাহ মার্কেট,
চকবাজার, চট্টগ্রাম।