কষ্টের কি কোন রং আছে?
সাদা কালো অথবা লাল নীল।

হাত কাটলে কষ্ট পাওয়া যায়
পা কাটলেও তাই
তারচোখে কষ্ট বেশি
মন ভাঙ্গার কষ্ট
হৃদয় ভাঙ্গার কষ্ট।

বাহিরের কষ্ট সবাই দেখে
মনের কষ্ট ক’জন বুঝে?

কষ্ট, বড়ই কষ্ট কখনো সুখের মূল হয়
কেন যেন কষ্টগুলো আমায়
মনে মনে ভিষণ ভালোবাসে।

আমার জন্য কষ্টগুলো ব্যাকুল হয়ে থাকে
কষ্টগুলো আমায় যেন চুপি-সারে ডাকে।

আমার মনের কষ্টগুলো বিধাতাও জানে
কষ্টগুলো শুধু শুধু আমায় পিঁচু ডাকে।

কেউ আমায় অবহেলা করে
কেউবা আবার হৃদয়ে দেয় কষ্ট ঢেলে
কেউ দেয় সরিয়ে অনেক দূরে।

তবুও কষ্টের মাঝেই ভালোবাসা খোঁজে বেড়ায়
নিরন্তর কেটে যাচ্ছে জীবন বেলায়।

কষ্ট বড়ই কষ্ট, ভালোবাসলেও কষ্ট না বাসলেও তাই
তবু কষ্টগুলো আমার হাতে হাত রাখতে চাই।

চুপি চুপি আমার কানে বলে সে যায়
কষ্ট তোমার পরম বন্ধু, কষ্ট নিয়েই থাক ভাই।

লেখা শুরু : ১৩/০১/২০১৫ ইং।
প্রকাশের স্থান : সানি কম্পিউটার, শাহেনশাহ মার্কেট,
                   চকবাজার, চট্টগ্রাম।