কষ্ট বড়ই কষ্ট, কেন আমার হয়
যারে ভালোবাসি সে কেন আমায় ভুলে রয়
কেন কেন আমায় ছেড়ে যায় সে?
আমার ভালোবাসার কি কোনই মূল্য নাই?
কষ্ট বড়ই কষ্ট, কেন আমার হয়
সবাই আমার মনে কষ্টের জ্বালা ঢেলে দেয়।
মনের দামে মনটা আমার কিনলো না কেউ এসে
কষ্ট দেবার সময় একবার ভাবলো না যে মিছে।
কষ্ট বড়ই কষ্ট, কেন আমার হয়?
কষ্ট আমার মনের ভেতর করে বিচরন
কষ্টো নামক দাবানলে বুকে রক্ত খরন হয়
কষ্টগুলো খুঁজে খুঁজে শুধুই আমায় পাই
তাই বুঝি ইচ্ছে করেই সবাই আমায় কষ্ট দেয়।
আমার সুখের ভাষায় কি কোনই সুখ নাই
যেই শোনে সেই শুধু আমায় কষ্ট দেয়
কি করি কি করি, বিধি আমায় বলে দাও?
কষ্ট ছাড়া জীবন কি আমার একদিনেরও নয়?
কষ্ট বড়ই কষ্ট, কেন আমার হয়
কষ্ট কি আমায় এতোই ভালোবাসে?
আমায় ছাড়া একটা দিনও নাহি সে রয়?
কষ্ট আমার বুকের ভিতর লুকিয়ে থাকা
একটি জলন্ত শিখা প্রদীপ।
কষ্ট বড়ই কষ্ট আমার, কেন কষ্ট হয়,
কষ্ট আমার বুকের ভিতর এতো কেন কষ্ট দেয়,
কষ্ট আমার জীবনটাকে নিঃস্ব করে দেয়।
কষ্ট বড়ই কষ্ট, কেন আমার হয়
কষ্ট আমায় বলে অনেক দুরে যেতে নয়
কেন যে তুই বেঁচে আছিস, নিয়ে যারে বিদায়।
কষ্ট বড়ই কষ্ট, কেন আমার হয়
হাত ধরে হাত কভু ছেড়ে যেওনা
পথের কাটা ভেবে আমায় উপড়ে ফেলো না।
কষ্ট দিয়োনা তোমরা আর, করোনা আমায় নষ্ট
যদি পার বিদায় দিও, দিও না আর কষ্ট।