তোমার ছোয়ায় আজ
ফুটেছে পদ্মের হাসি,
তোমার ছোয়ায় আজ
সুরভিত হল শিউলি।

তোমার ছোয়ায় আজ কেন যেন
সাদা হলো দূসর মেঘগুলি।

তোমার ছোয়ায় আজ
বিনয়ি হয়ে উঠলো বাতাস।

তোমায় ছোয়ায় আজ
পুলকিত হলো শিশিরও কণা।

তোমার সংষ্পর্শে এসে আজ
রজনীগন্ধা গুলি যেন হাসছে দেখ।

তোমার ছোয়ায় আজ
গোলাপগুলো চেয়ে রইলো।

তোমার ছোয়ায় বুঝি আজ
ফুলগুলো সব বলেই দিলো।

তোমার ছোয়ায় আজ
আকাশ সেজেছে নিল আচল চড়ে,
তোমায় দেখাবো বলে আজ সেজেছি আমিও
রঙ্গিন সাজে নিল টিপ পড়ে।

তোমার ছোয়ায় আজ আমার বসন্ত এলো
হলুদ গাদারা সুভাস ছড়ালো।

তোমার ছোয়ায় আজ আমি
সেজেছি তোমায় সাজাবো বলে।

তোমার ছোয়ায় আজ
মহাশক্তির উৎস পেলাম আমি
নিরব রাতে একা এক নিবির নিরাময়ে।

চেয়ে রইলাম আকাশও পানে
খেলা করছে তাঁরাগুলো সব রাতের সাথে।

তোমার ছোয়ায় হল আজ বসন্ত
রংধনু সেজেছে সাতটি রঙের ছন্দ।

তোমার ছোয়ায় আজ
বসন্তরা গেঁথেছে মালা গানে গানে
ফুলে ফুলে উড়িয়ে দিয়েছে সুগন্ধি বাহারে।

তোমার ছোয়ায় আজ
শরৎও কানে শিউলি সেজেছে সাদা-হলুদে
বর্ষায় কদম-কেয়া সুরভি দিয়েছে বিলিয়ে
রঙ্গিন সাজে সেজেছে সবাই আজ
রংধনু, শিউলি, কদম-কেয়া, শিশির-কনা,
আরো কতো কি।

তোমার ছোয়ায় আজ
আকাশ সেজেছে, সেজেছে সাগরও-নদী।

আমি সেজেছি তাই স্বপ্নগুলোও সেজেছে
সেজেছে আমার মনের বাগানও।