সময় কি সময়ের হাতে বন্দি
তাই বুঝি আমার সাথে করেছ সন্ধি
আজ তুমি নিজেই নিজের হাতে বন্দি
সময়ের সাথেও তুমি করেছ সন্ধি।
আজ আমার হাতে কোন সময় নেই
হয়তো থাকবে আগামী দিন।
তুমি কি আমার সাথে থাকবে বন্ধু?
তোমার সকল সময় আমাকে দেবে কি?
পদ্মা-মেঘনা-যমুনা-ব্রম্মপুত্র সময়ের সাথেই চলে
সাগর ও নদী বলে সময়েরই কথা।
অনেকে ভাবে সময় যেন বিধির বিধান
আমি বলি সময় সবার কাছেই সমান।
তুমি আছ আমি আছি-আমরা আমরা সবার সাথে মিশি,
সময় যে থাকবে না একই জায়গায়;
সময়ের হাতে কি বন্দি আমরা সবাই।
তোমার আমার পথ কি আলাদা?
জানা যাবে সময়ের ব্যবধানে তার কথা।
তুমি যে ভুলে যাবে আমায় কোন এক সময়
সেটাই ভেবে নিয়েছি আমি,
আজ হতে তারই গণনার সময়।
সব কিছুই কি বিক্রি করে দিবে,
সময় নামক স্মৃতির পাতায়।
আমি জানি তুমি করবে, নিষ্টুরতাটা তোমার তাই,
তুমি পারবে, পারবে যে তাই;
সময় বলে দিয়েছে ভাই
তোমার মধ্যে আছে যে দম্ভের বড়াই।
তবে তুমি কি সময় নামক কাটার ঘরে বন্দি?
হাসি-কান্না, সুখ-দুঃখরা কি
সময় নামক কাটার সাথে বেধেছে সন্ধি।
অভিনয় করেছো তুমি আমার সাথে
কথার ছলে আঘাত দিয়েছো প্রতিটি সময়েই,
বুঝতেও পারিনি কতোটা রক্ত খরন হয়েছে
একটি সময় খেলার পুতুল ভেবেছ আমায়
খেলে গিয়েছ নিরন্তর প্রতিটি সময়।
আমি ভেবে নিয়েছি আজ হতে তাই
বিক্রি করবো না’কো নিজেকে আর
সময় নামক অসময়ের নগ্ন বাজার।