অগোছালো জীবন ছিল তোমার
সানাইয়ের পূর্ব-দিগন্ত পর্যাপ্ত,
জীবনের শত সুর, শত কথার আবেগ আটকে যেত-
আগন্তুক সানাইয়ের সুর লিপিতে।
লাকিস বেঁধে নিয়ে যাব যতসব
দামি-দামি বিবাহ পিঁঁড়িতের শাড়ী
আর ঝক-ঝক করা স্বর্ণবালার হাতকড়া।
এলোমেলো ঘর গোছাতে হাতছানি দেয় নতুন স্বপ্নের ডানা,
হৃদয় তোমার ভেংগে যাবে যেদিন
ধ্বংস হবে তোমার শত মিছে আশার হরেক স্বপন।
লেখা শুরুঃ জানুয়ারী ২০১৩ইং
স্থানঃ নিকেতন পার্ক, ঢাকা।