সাঝের আকাশে জল জল কয়ে
হাজার হাজার তাঁরা,
রাত বেড়ে গেলে চন্দ্র তখন
ছড়ায় আলোর ধারা।

বাইরে হঠাৎ বাউলের বেশে
গান ধরা দেয় অন্তরে এসে,
ব্যাকুল হৃদয় তোমার জন্য
তবুও পায় না সাড়া।

কোকিলের গানে পুলকিত হয়
মিলন লগ্ন ভেবে,
বুকের ভেতর ব্যাথা চেপে রই
কবে আর ধরা দেবে।

বাগিচার মাঝে নির্জনে একা
থেকেছি আশায় হলো না তা দেখা।

আমার দুঃখ জানে বিধাতা
নির্ঘুম তোমাকে ছাড়া।

নিরবতা শুধু যে ডাকে আমারে
তুমি এলে কাছে, পারিনি তবুও বলতে ভালবাসি তোমাকে
কি করে আমি বুঝাবো তোমারে
মনে কতো রয় আকুলতা।

আমার হৃদয়ে যে চঞ্চলতা
নিরঘুম আজ তোমাকে ছাড়া।
তুমি মোর চোখের ঘুম
তবু আজ আমি তোমাকে ছাড়া নির্ঘুম
শিউলি বেলি দোদুলও বলে দিয়েছে
তোমাকে ছাড়া নিরঘুম প্রতিটি রাত।

লেখা শুরু : ফেব্রুয়ারী ২০১৪ইং
প্রকাশের স্থান : শফি আর্ট, চকবাজার, চট্টগ্রাম।