শোষণ শোষিত হয় না
শোষিত হয় নিরহ জনগণ,
শোষণ শোষিত হয় না
শোষিত হয় সমাজ।
ওরা রাক্কুশের মত শোষণ করে
দানবের ন্যায় করে আচরণ,
ওরা ভয়ংকর, ওরা মানুষরূপী জানয়ার
মানুষের দলে পড়ে না তারা
সকলে এদের ঘৃণা কর।
থু-থু মার তাদের গালে থু-থু মার
ধরে ধরে বস্তা ভর,
ঘৃণা কর তাদের ঘৃণা কর
রুখে দে তাদের শাসন-শোষণ।
ওরা হারামী, ওরা পাপী বংশধর
ওরা শোষণ করে রক্ত,
গরীবকে করে তছনছ।