অভিমানী হয়ে আজ তুমি উদাসীন আমার প্রতি
সবিনয়ে আবেদন করছি, করছি নত স্বীকার
দোষও স্বীকার করছি, চাইছি ক্ষমাও;
হয়তো তবুও তুমি সদয় হবে না?

হয়তো আমি চলছি বৈরী কিংবা বিপরীত কোন পথে
চলছি নিজেকে উৎসর্গ করেই।

আমার প্রস্তাবও গ্রহণ করলে না
কোনই প্রবেশাধীকারও উন্মুক্ত রাখলে না আমার জন্যে
তবুও আমার কোন অভিযোগ নেই তোমার বিরুদ্ধে।

তোমার আমার সম্পর্কের কথা এখনো ভুলিনি
পারছিনা ভুলতেও।

বিশ্বাস করে দিয়েছিলে প্রশ্রয়
এজন্য আমি কৃতজ্ঞ, আমি ঋণী।

আমার হৃদয়ের কান্না হয়তো তুমি শুনতে পাওনি;
তবুও বিকল্প কিছুই ভাবতে পারিনি, শুধু তোমাকে ছাড়া।

ভালবাসায় হয়তো তোমার সমতুল্য আমি ছিলাম না
তুমি-আমি, হয়তো আমি তুমি
তবে তুমিই বল
তোমার প্রতি কি আমার মনোযোগ কম ছিল?
আমি কি তোমার জন্য বিশ্বস্ত ছিলাম না?

জানিনা কিসের আশায় আজ
তোমার স্মৃতি আঁকড়ে ধরে আছি?

ফেলে আসা সেই স্বর্ণালী সময়ে তৃমি ছিলে কত কাছে
কোন কারণ ছাড়াই আজ তুমি অনেক দূরে।

তাই আজ সব কিছুতেই আমার ধৃণা ও বিতৃষ্ণা।