আল্লাহ তুমি দয়ার সাগর তুমি দয়াময়
তুমি ছাড়া এদুনিয়ায় বেঁচে থাকার নয়
আল্লাহ তুমি রহমতের সাগর, তুমিই রহমান
তোমার রহম ছাড়া একদিনও যে চলতে লাগে ভয়
তুমি ছাড়া এদুনিয়ায় আমার কিছুই নয়।
আল্লাহ তুমি মাথার উপর সদায় ছায়ার মতো
তুমি ছাড়া দুনিয়া আমার অন্ধকারের যত।
আল্লাহ তুমি দয়ার সাগর তুমি দয়াময়
তুমি ছাড়া আমার কোন পথ যেন না হয়
আল্লাহ তুমি আমার মনে সদা সজাগ থেক
আমার মনে ধর্য্য, সহ্য, জ্ঞান—বুদ্ধি দিও
হেদায়েত করো অন্যায়েতে নুয়ে পড়ি নাতো।
আল্লাহ তুমি দয়ার সাগর তুমি দয়াময়
তুমি সঠিক সক্রিয় পথের জাগ্রত;
শত কষ্টের ঝড়—তুফানে তোমায় ভুলিনাকো।
আল্লাহ তুমি দয়ার সাগর তুমি দয়াময়
আল্লাহ তোমায় মনে রাখি আমি সর্বদায়
আল্লাহ তোমার জিকির করি মনে মনে সদায়।
লেখা শুরু: ১৮/০৮/২০১৩ইং।
লেখার স্থান: গুলশান-১, নিকেতন পার্ক, ঢাকা।
প্রকাশের স্থান: ১৬/০৬/২০২৪ইং
সফি আর্ট, চকবাজার, চট্টগ্রাম।