স্বার্থের পৃথিবীতে কেহ নয় কারো
নিজ বলে অর্জন করিবে যাহা
তাহাই তোমার ভেবে নিও।

মানুষ নামে অতি তুচ্ছ তুমি
যদি দেখ চক্ষু মেলিয়া
নেই যাহার কোন মূল্য
শুধু শুধু মানুষ নাম ধারণ করিয়া”।

আছে যাহার ধন-মান সবি
তবে তাহার গুনগান লোকে ভাবে,
জুতা তাহার মাথায় তুলিয়া
তাহার আদেশ শ্রদ্ধারভাবে
করিতে পালন নিজ প্রাণ হতে।

বলিবার নাহি থাকে কোন কথা
কারণ তাহার দয়াই অন্নদাতা
তাই তুমি একা সারা বিশ্বে
স্বার্থের এই পৃথিবীতে চসিয়া।

মানুষ নামে জন্ম লইয়া
স্বার্থের দাবানলে গিয়াছ সবি পুড়িয়া
ধন-দৌলত এর মোহে থাকিয়া,
স্বার্থের এই পৃথিবীতে মানুষ ভাবিয়া
নিচু চোখে দেখে লোকে গরীব বলিয়া।

লেখা শুরু : ২৮ ফেব্রুয়ারী ২০১৪ইং।
প্রকাশের স্থান : সানি কম্পিউটার, শাহেনশাহ মার্কেট,
                   চকবাজার, চট্টগ্রাম।