ভালোবাসা বাসা বাঁধে দুটি হৃদয়ে
যখন তারা কাছে আসে বিনাসুতার বাঁধনে।

ভালোবাসা অস্থির হয়ে রয় একটি হৃদয়ে,
ভুলে যায় সকল বাঁধা পৃথিবীর সবখানে।
ভালোবাসা হয় অবুঝ কিছুই মানতে চাই না হৃদয়।

ভালোবাসা কাছে আসা যেন স্বর্গ সুখের,
চক্ষু মেলিলে দেখা যায় শুধুই সুখ আর সুখ।

বলতে পার ভালোবাস কেন?
আসেনা কোন স্বার্থের তাগিদে সে
সে শুধুই তার জন্য কেউ বুঝেনা তাতে;
ভালোবাসা আসে শুধু ভালোবাসতেই।

ভালোবাসায় জ্বালা আছে
আছে ব্যাথা, আছে কষ্ট
কেন এতো কষ্ট দেয়, জীবন যেন হয় নষ্ট।
ভালোবাসা দুটি হৃদয়ের,
দুটি মনের, দুটি বন্ধনের,
দুটি আত্মার, দুজন প্রেমিক - প্রেমিকার সান্নিধ্যে।

ভালোবাসা চোখে দেখার পণ্য না
হাত বাড়িয়ে ধরারও জিনিস না
ভালোবাসা শুধু হৃদয় দিয়ে হৃদয় মাপার যন্ত্র।

ভালোবাসা তোমার আমার অন্য কারো না।
তাই চেষ্টা করো না ভাঙ্গতে,
চেওনা ছিড়তে কিংবা দুরে সরতে।
সব ভেঙ্গে দাও, সব ছুড়ে দাও,
শুধু ভেঙ্গোনা এই মনটারে।

ঐ হৃদয়ে যেন অন্য কারো জায়গা নাহি হয়
আমি ছাড়া অন্য কোন নাম নাহি যেন রয়।

ভালোবাসি আমি তোমায় অনেক ভালবাসি,
আমায় ভালোবেসে তুমি থেকো পাশা-পাশি।
সারাজীবন রেখ আমায় তোমার মাঝে
মরার পরে কেবল আমায় শুতে দিয়ো কবর পাশে।

লেখা শুরু : ১০/০৪/২০১৪ ইং।
প্রকাশের স্থান : সানি কম্পিউটার, শাহেনশাহ মার্কেট,
                   চকবাজার, চট্টগ্রম।