আলোর পিঠে আঁধার আছে
সুখের পিঠে দুঃখ,
আমার পড়েই তুমি আছ
তোমার পরেই সুখ।
তোমাতে—আমাতে মিলে হয় একটি ঘর,
সেই ঘর যেন আলোকিত উজ্জ্বল।
আঁধার আলোর এই খেলাতে,
খেলতে হয় অবিরাম ধরাতে।
আঁধারের উল্টো পিঠে আলো যেমন আছে
তেমনি আছে ভালোবাসার উল্টো পিঠে সুখ
সেই সুখ তোমার জীবনেই আসুখ
সেই সুখের কিছু রেশও আমাতে হাসুখ।
পাতায় পাতায় মিলে যে হয়
অতোল পাতার ঘেড়
পাতা দিয়ে তৈরী হয় যেন পাতারও কুটির।
আলো আধারীর এই ধরাতে
তোমায় নিলাম ভালোবাসাতে।
আঁধার আলোর এই মিলনে
তুমি আমি থাকবো মোরা একিই সাথে।
সূর্যের অপর প্রান্তে যেমন চাঁদ আছে
আঁধার আলোই তুমি আমি আছি একসাথে।
সুখ—দুঃখ আঁধার আলো সবার জীবনে আসে
শত ঝড় ঝাপটাতে থাকবো মোরা পাশে পাশে।
জীবনও বিনা হয় না যেন বন্ধ
আলো—আঁধারের এ ধরাতে কথা দাও বন্ধু,
তুমি আমি সারাটা জীবন থাকবো একসাথে।
লেখা শুরু : ২৭ এপ্রিল ২০২৪ ইং।
নিকেতন গুলশান, ঢাকা।
প্রকাশের স্থান : শফি আর্ট, চকবাজার, চট্টগ্রাম।