ইসলাম তুমি আমার ধর্ম
তুমি শান্তনার ধর্ম
তুমি সর্ববৃহৎ সর্বশ্রেষ্ট;

কষ্টে কিংবা দুঃখে থাকি
তুমি থাক মিশে অন্তরে,
তুমি আছ শিড়ায় শিড়ায়
আছ রক্ত—কণিকায় মিশে;
কতো অজনাই আছ তুমি মিশে
দেহের প্রতিটি রক্তে—মাংসে।

তাইতো বলি সুখ দেখিনি
দেখতে কেমন তাও জানিনি,
শুধু জানি তুমি আমার
তুমি সকল মুমিনের।

মাথা হতে পা প্রতিটি অংশে
আছ মিশে, তবে ভুলি কি করে।
সর্বজনে  সর্বক্ষনে বুকের পাজড় হয়ে
মাথার চুলের প্রতিটি কণায় কণায়
আছ মিশে তুমি মোর পুড়াটায়।

মন দেখতে কেমন? কাকে বলে
জানে না এই মন,
জীবনের প্রতিটি সময় প্রতিটা ক্ষনে
আমার হৃদয় বন্ধনে আছ
থাকবে তুমি মিশে।

তবে যদি এটাই সুখ হয়
এর বেশি নাহি আমি চাই।
এই সুখ কোনদিন যেন হারিয়ে না যায়।

ইসলাম থাক তুমি মিশে আছ
আমার পুড়োটা অস্তিত্বে
পুড়োটা ভুবন ঘিরে, সাড়াটা জীবন জুড়ে।

এই ভাবেই কাটে যেন আমার
পুরাটা দিন পুরাটা রাত,
জীবনের আর বাকিটা সময়ে
সর্ব সন্ধিক্ষণ মৃত্যুর ঠিক আগ মুহুর্ত পর্যন্তে
ইসলাম তুমি থেক আমার পাশে
সকল ঈমানদারের অন্তরে মিশে।


লেখা শুরু : ২৫/০১/২০১৩ইং
প্রকাশের স্থান : সফি আর্ট, চকবাজার, চট্টগ্রাম।