অস্তিত্ব থেকে মানুষ স্বার্থপর,
স্বার্থ নিয়েই বসবাস,
স্বার্থ নিয়েই তার কাজ;
প্রতিটি সময় সে ভুলে যায়
বিবেক নামের মানুষটাকে।
দায়িত্বশীলতা আর কর্তব্য নামের বস্তুটাকে
চাই সে হাতের মুঠোয় পেতে,
পৃথিবীতে এখনো মানুষের মত মানুষ আছে
স্বার্থটাকে দেয় সে বিলিয়ে।
সৃষ্টির মাঝেই শ্রেষ্ঠ থাকে লুকিয়ে
স্বার্থ ছাড়াই চলো তুমি এগিয়ে
সামনে পাবে অনেক শক্তির সম্ভার;
তাই একবার দেখ, স্বার্থ নামের বস্তুটাকে ধরে।
যেভাবে পার নিজেকে দাও বিলিয়ে
এইভাবে এগিয়ে যাও স্বার্থটাকে ছেড়ে।
তোমার বিবেকের কাছে প্রশ্ন করো তুমি কে
স্বার্থ ছাড়া কতো দুর যেতে পার তুমি
স্বার্থকে ত্যাগ করো, নীতি দিয়ে কিছু করে দেখাও;
দেখ স্বার্থটাকে বিলিয়ে দিয়ে।
লেখা শুরু : ১৯/০৮/২০১৪ ইং।
প্রকাশের স্থান : সানি কম্পিউটার, শাহেনশাহ মার্কেট,
চকবাজার, চট্টগ্রাম।