সবুজ বনের ভেতর দিয়ে দু’টি সরণি
দু’দিকে বয়ে গেছে
দুর্ভাগ্যবশত আমি একজন আগন্তুক হিসেবে
যেতে পারছি না সেই দু’দিকেই
আমি অনেক্ষণ অপেক্ষা করেছিলাম
চেয়ে রইলাম সেই সরণির সমাপ্তি পর্যন্ত
যেখানে তরুলতা জন্মে  আরো প্রশস্ত হয়েছে সরণিটির।

অত:পর সরণি নিয়ে ভেবেছি সাধ্যমত
হয়ত এটি আরো সন্তোষজনক লম্বা পশুচারণ তৃণ
অথচ সত্যিকারের দুটি পথই
সমান পদদলিত হওয়ার কথা ছিল।

প্রভাতে এসে দুটি সরণিতেই বসে আছি
কোনো পথচারিও যায়নি
পাতাগুলো ধুসর করে সে পথ দিয়ে।

হায়! আমি তো অন্যদিনে প্রথম সরণিটি রেখে এসেছিলাম
জানি যদিও একটি পথ নিয়ে যায় অন্য পথে;
সন্দেহজনক, হয়ত কোনোদিন ফিরব না আমি সেই পথে।


লেখা শুরুঃ ডিসেম্বর ২০১৬
প্রকাশঃ সানি কম্পিউটার, চকবাজার, চট্টগ্রাম।