আমি চষে বেড়াতাম পাহাড়ে মেঘের মত একা
যেতে যেতে দেখেছিলাম একটি মিছিল,
একটি আহ্বান, সোনালী প্রহর;
দীঘীর পাড়ে, তরুতলে
স্নিগ্ধ বাতাসে দুলছিল ওরা।

তারা তারকার মত ধারাবাহিক জ্বলে
নক্ষত্রপুঁজ চকচক করে,
সাগরের তলদেশে বিস্তৃত প্রসারিত ছিল ওরা।

এক পলকে আমি দশ হাজার দেখেছিলাম,
ওরা ছিল শীর্ষ মস্তকে নৃত্যরত।

অনতিদূরে ছিল জলতরঙ্গের নৃত্য
কিন্তু আনন্দধ্বর্নিতে তারা ছিল
জীবন্ত তরঙ্গগুলির চেয়েও বিমগ্ন।
এমন হাসিখুশি সহকারিতায়
বিভ্রান্ত না হয়ে পারে না কোন কবি,
আমি হা করে মনোভাব ব্যক্ত করেছিলাম
এমন আধিপত্য এসেছিল আমার মাঝে।

যখনই শুয়ে থাকি শয্যায়
চিন্তাশক্তিহীন অথবা চিন্তাপ্রবণ পরিস্থিতির,
তারা ঝলক দিয়ে যায় মনের দর্পণে
সে আমার নির্জনতার পরম সুখ;
এভাবে আত্মারাম যখন পরমানন্দে পূর্ণ হয়,
নেচে ওঠে সে স্বর্ণালংকারগুলোর সাথে।

লেখা শুরু : ১০/১১/২০২২ ইং।
প্রকাশের তাং- ০৫-০৬-২০২৪ ইং।
সানি কম্পিউটার, শাহেনশাহ মার্কেট, চকবাজার, চট্টগ্রাম।