নিশিতা তুমি আছ কেমন?
হয়তো আগের চেয়ে একটু ব্যতিক্রম
হয়তো তোমার এখন নেই অভাব।
-: নিশিতার কষ্ট :-
মা চলে গেল না ফেরার দেশে
মায়ের রেখে যাওয়া ঘর পেয়েছিস;
বরও তো একটা পেয়েছিস!
তুই তো সেদিন আমার কথার
অবহেলা করেছিস।
কিন্তু আমি তো পারিনি
তুকে যে ভুলে থাকতে।
শত চেষ্টায় না করেছি আমি
পারছি না তবুও তুকে
ছেড়ে ভাল থাকতে।
চিন্তাই আমি মগ্ন
কখনো দেখা হবে কি তুর সাথে?
হব কি দু’জন মুখোমুখি
নিরালারা কি থাকবে আমাদের সাথে?
বসে বসে ভাবি
তুর আর আমার মাঝে
ছিল কি ভালবাসায় ফাঁকি?
না হয় চলে গেলি কেন?
কেনই বা দিয়েছিলি আমায় ফাঁকি?
শত দুঃখে-দ্বন্দ্বে পার হচ্ছে
আমার এই জীবন খানি।
শুধু যে তুর বিরহে
মনে মনে আঁকি সেই ছবি।
হয়তো খুব সুখে আছিস আজ
আছিস তুর সংসার নিয়ে
বিরাট সাজ-ছন্দে।
তুই যেখানেই থাকিস
শান্তিতেই থাকিস নিত্য
দোয়া করি সকাল থেকে সন্ধ্যেবাতি;
সুযোগ হলে বলিস কোনদিন
বলিস সত্যি, সত্যিই
এখনো মনের মধ্যে রেখেছিস কি
আমার ছবিটাকে আঁকি।