বন্ধু তুমি আমার, বন্ধু থেক
সব সম্পর্কের উর্দ্ধে যে হয়
বন্ধুত্বের সম্পর্ক।
দিনের আলোই বন্ধু থেক
রাতের আঁধারেও তাই।
বন্ধুকেই শক্তি ভেব সব বিপদের মুখে
কষ্ট পেলে শরন করো, বন্ধু বেশেই আসো।
লোকে বলে বন্ধু নাকি বন্ধুকের গুলি হয়
সেই কথাটি আসলে মিথ্যাও নয়
রাতের আঁধারে বন্ধুকে আপন ভেবে
দিনের আলোই ছুড়ে ফেলো নাকো
সকল সময় বিপদে আমায় বন্ধু ভেব
শরন করো বন্ধু তুমি সকল বিপদে।
মন বোঝাটাই প্রধান বোঝা বন্ধুত্বের সম্পর্কে
বন্ধু তুমি বন্ধু আমার, শুধুই বন্ধু থেক।
সব ছিঁড়ে দাও, সব ভেঙ্গে দাও
ভেঙ্গে নাকো বন্ধুত্বের সম্পর্ক।
লেখা শুরু : ২২ জুন ২০১৪
প্রকাশের স্থান : সানি কম্পিউটার, শাহেনশাহ মার্কেট,
চকবাজার, চট্টগ্রাম।