ক্ষমা করতে পারি তবে-
ছাড়ের প্রশ্নে সাঁই নেই বটে
ভূলের দোষে পাগলের কাতারে আমি বন্দি
তুমি কেন দোষী ভাই কোন বিবেকে।
ভূল করেছি বলে আজ আমি শোধরাতে শিখেছি-
তবুও যে চির দোষী।
জ্ঞান তোমার অচেনা পথে
তবুও তুমি শিক্ষিত জাতি,
মরতে প্রস্তুত আমি
হয়তো বাঁচবো না বেশীদিন
ক্ষমা করার সুযোগ বুঝি হবে না আমার
হতে চাই আমি আজ কবরবাসী
যেন মৃত লাশের।
লেখা শুর : ২৩/০৮/২০১৪ ইং।
সময়: সন্ধ্যা মাগরিবের আজানের সময়।
মতিঝিল থেকে গাড়ীযোগে কর্মস্থলে আসার পথে লেখা।
বিআরটিসি, গাড়ী নং- ঢাকা মেট্রো- ব- ১১-৬০৭৪,